দেশের প্রধান নদীগুলোতে বেশ কয়েকদিন আগে থেকে পানি বাড়ছিল। প্রধাননদীগুলোর মধ্যে পদ্মা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ জেলার শত শত গ্রাম পদ্মার পানির নিচে তলিয়ে যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর-গোয়ালন্দ পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন তা বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত পানি বাড়ার দরুণ প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
ক্রমেই পদ্মার পানি বৃদ্ধিতে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
এছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে পড়ায় সেখানকার কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানি আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় পদ্মার তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ।
বন্যার কারণে ফরিদপুরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে যাওয়ায় ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধির কারণে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই নানা কষ্টে দিনযাপন করছেন।
বসতবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই উঁচু রাস্তা এবং স্কুলে আশ্রয় নিতে দেখা গেছে। পানির কারণে অনেক রাস্তা তলিয়ে যাওয়ায় ফরিদপুরের সাথে বিভিন্ন ইউনিয়নের গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, পদ্মার পানি বৃদ্ধির কারণে তার ইউনিয়নের বেশির ভাগ গ্রামই প্লাবিত হয়েছে। ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে।
দ্যএডিটর৩৬৫/ জেডআই