ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের কুন্দুজে একটি মসজিদে নামাজ চলাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগেরমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা গেছে, সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ব্যবহৃত মসজিদটির ভেতরে অনেক মরদেহ পড়ে আছে।
এদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ঘটনা তদন্তে একটি বিশেষ টিম ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।
দিএডিটর৩৬৫/এমআরএম