বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে চার হাজার চিকিৎসককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা জানানো হয়।
সেখানে বলা হয়, পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকে এসএমএসের মাধ্যমে চূড়ান্ত ফলাফল জানা যাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথমে ৪২তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও দুই হাজার অর্থাৎ মোট চার হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ইচ্ছা দ্রুত সময়েই এই চিকিৎসকদের নিয়োগপ্রক্রিয়া শেষ করে তাঁদের পদায়ন করা। এ বিষয়েও সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে।
স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগ দিতে গত বছর নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। মোট ৩১ হাজার ২৬ জন চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসেন ২৭ হাজার ৫৭৩ জন। ২৬ ফেব্রুয়ারি ওই প্রিলিমিনারি পরীক্ষায় বসেছিলেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। দেশে করোনাভাইরাসের মহামারী শুরুর পর সেটাই ছিল প্রথম বিসিএস।
গত ২৯ মার্চ ৪২তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তাতে মোট ৬ হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হন।
২৭ জুলাই জরুরি প্রয়োজনে আরো দুই হাজার সহকারী সার্জনকে ৪২তম বিসিএসের মাধ্যমে নবম গ্রেডে নিয়োগের প্রজ্ঞাপন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
দিএডিটর৩৬৫/এমআরএম