পিএসজির (প্যারিস সেন্ট জার্মেই) ৩০ নম্বর জার্সি গায়ে খেলতে নামলেন লিওনেল মেসি। গতকাল রাতে রেইমসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন এই তারকা।
গতকালের খেলার মাধ্যমে পিএসজির জার্সিতে শুরু হলো মেসি যুগ। এটি বার্সেলোনার ছাড়া অন্য কোনো ক্লাবের হয়ে মেসির প্রথম ক্লাব।
পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো কয়েকদিন আগে জানান, রবিবারের ম্যাচে দলে থাকছেন মেসি। আর সেটাই সত্যি হল। শুরু থেকে না হলেও ম্যাচের ৬৬ মিনিটে নেইমারের পরিবর্তে নামেন তিনি। মেসি নিজেও এই দিনের অপেক্ষাতেই ছিলেন। জানিয়েছিলেন পিএসজির জার্সিতে নামতে উদগ্রীব তিনি।
লিগ ওয়ানের খেলাটিতে ০-২ গোলে জিতেছে মেসির পিএসজি। দু’টি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। রেইমসের মাঠে ম্যাচের ১৬তম মিনিটে ডান দিক থেকে ভেসে আসা আনহেল ডি মারিয়ার ক্রস থেকে লাফিয়ে উঠে হেড করে প্রথম গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্ট থেকে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ওই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।
এই ম্যাচে জয়ের মাধ্যমে লিগ ওয়ানের প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেইমার, মেসি রামোসদের দল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাঞ্জার্স। সমান ম্যাচে তিন ড্র আর এক হারে তিন পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে রেইমস।
দ্যএডিটর৩৬৫/ জেডআই