সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার (৯ আগস্ট ২০২১) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই তথ্য জানিয়েছেন।
এই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা হচ্ছে। গ্যাসক্ষেত্রটিতে ছয় টিসিএফ গ্যাস (ঘনফুট) মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। এবং ক্ষেত্রটিতে ৬ হাজার ৮০০ কোটি ঘনফুট গ্যাস বলে জানা যায়।
প্রতিমন্ত্রী বলেন, এই গ্যাসক্ষেত্রটির সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। উত্তোলনযোগ্য মজুদ ৫০ বিলিয়ন ঘনফুট, দৈনিক ১০ মিলিয়ন করে যুক্ত হবে গ্রিডে। দশ থেকে বারো বছর গ্যাস উত্তোলন সম্ভব, যার দাম ১২৭৬ কোটি টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান বলেন, জ্বালানি বহুমুখীকরণে অবশ্যই জোর দিতে হবে। জীবাশ্ম জ্বালানি একসময় শেষ হবেই। তাই নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়া লাগবেই।
এ পর্যন্ত আবিস্কৃত দেশের ২৭টি গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। সম্ভাব্য মজুদের পরিমাণ আরও ছয় টিসিএফ। যার প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে। সে হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র তিনি টিসিএফ, সম্ভাব্য মজুদ রয়েছে আরও সাত টিএসএফ-এর মতো।
দ্যএডিটর৩৬৫/ জেডআই