ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি বিষয়কে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য করে তুলে ধরার জন্য ১৩ লাখ মার্কিন বা ১১ কোটি টাকার কিছু বেশি বিনিয়োগ পেয়েছে বাংলাদেশভিত্তিক শিক্ষা প্রযুক্তি স্টার্টআপ প্রতিষ্ঠান ‘শিখো’।
গতকাল বুধবার স্টার্টআপ প্রতিষ্ঠান ‘শিখো’ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়। তিনিটি ভেঞ্চার ক্যাপিটাল ও একজন ব্যক্তি এই বিনিয়োগ করেছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
বিনিয়োগকৃত অর্থ দিয়ে অনলাইনে সব শ্রেণীর সকল বিষয়ের জন্য কোর্স তৈরী করা হবে। বিশ্বমানের আধুনিক শিক্ষার অভিজ্ঞতায় শিক্ষার্থীদের সুযোগ গ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল পড়াশোনা কার্যক্রম গড়ে তুলছে ‘শিখো’। বর্তমানের দেশের মোট জনসংখ্যার অর্ধেকই ২৫ বছরের নিম্নে হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার অভাব থেকেই গেছে। এ লক্ষ্যকে সামনে রেখে ‘শিখো’ এই উদ্যোগ নিয়েছে।
শাহীর চৌধুরী ও জিসান জাকারিয়ার মাধ্যমে ২০১৯ সালে স্টার্টআপ শিখো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় পাঠ্যক্রম শিক্ষাকে অনলাইনে সহজ ও সাশ্রয়ী করে তোলার উদ্দেশ্যে।
প্রতিষ্ঠানটির দুই উদ্যোক্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর জিশান জাকারিয়া প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জানিয়েছেন, অ্যাপের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে বিষয়গুলোকে সহজভাবে ব্যাখ্যা করা হবে। শিক্ষার্থীদের পারফরম্যান্স ও অগ্রগতি ট্র্যাক করা হবে। এতে তাদের ব্যক্তিগত বিষয়ে দূর্বলতাগুলো চিহ্নিত হবে রিয়েল টাইম ডেটা অ্যানালিটিকসের মাধ্যমে।
শিক্ষার্থীরা শিখো অ্যাপটি ডাউনলোড করলেই বিভিন্ন কোর্সের ভিডিও দেখতে পাবেন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাপ্রদানের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবীদের শিখোর শিক্ষা কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে । নতুন বিনিয়োগের অর্থে ‘শিখো’নতুন ওয়েব প্ল্যাটফর্ম ও অ্যাপ তৈরি করবে, যাতে ব্যবহারকারীরা মোবাইল ফোনের পাশাপাশি ডেস্কটপ, ল্যাপটপেও কোর্সগুলোতে দেখতে পারেন। তবে শিখোর কোর্সে অংশগ্রহণের জন্য বাৎসরিক একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হবে। কিন্তু এ চাঁদার পরিমাণ এখনোও নির্ধারণ করা হয় নি।
জিশান জাকারিয়া বলেন, ‘‘মাস্টারি লার্নিং হলো বিশ্বব্যাপী শিক্ষাপ্রদানের একটি কার্যকরি কৌশল। এই পদ্ধতি অনুসরণ করে কোর্সগুলোকে সুসংগঠিত ভাবে সাজানো হয়েছে, এতে আশা করা যায় অভিভাবকরাও এই পদ্ধতির উপর আস্থা রাখতে পারবে।’
দ্যএডিটর৩৬৫/ জেডআই