কবি শামিম তালুকদার থাকছেন আগামী ৬ই এপ্রিল, ২০২৪, শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় হাসান মাসুমের সাথে একঘণ্টা অনুষ্ঠানে।অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ পোয়েট্রি কর্ণার অব লেসথো, আফ্রিকা এর ফেইসবুক থেকে। এই অনুষ্ঠানে কবি শামীম তালুকদার স্বরচিত কবিতা পাঠ করবেন এবং কবিতার বিভিন্ন অনুসঙ্গ নিয়ে কথা বলবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কবি হাসান মাসুম, সমণ্বয়ক, বাংলাদেশ পোয়েট্রি কর্ণার অব লেসথো, আফ্রিকা থেকে। আপনারা সবান্ধব আমন্ত্রিত.