হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছে।
পুলিশ জানায়, নছরতপুর নামক স্থানে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী অটোরিকশা ও ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ।
জানা যায়, তাৎক্ষণিকভাবে নিহত চারজনের পরিচয় সনাক্ত করা গেছে। তারা হলেন- আব্দুল আহাদ, মো. আলাউদ্দিন, হনুফা ও সোহাগ। তারা সবাই হবিগঞ্জের চুনারঘাট উপজেলার বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
দ্যএডিটর৩৬৫/ জেডআই