ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সন্ধা সাড়ে ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্থান্তর করেছে পুলিশ।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেয়া হলে দুপুর সোয়া ১২টার দিতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মুনতাসির মামুন জানান, ‘তারা ২ ভাই। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে (বিইউপি) পড়ালেখা করেন। তার ভাই নটরডেম কলজে থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষার্থী। আজ সকালে সে কলেজে যায়। ফিরে আসে লাশ হয়- এ কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
মামুন জানান, ভাইয়ের ময়নাতদন্ত শেষে নিয়ে যাচ্ছি কামরাঙ্গীচরের ঝাউলাহাটি এলাকায়। সেখানে জানাজা শেষে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মিয়াজী বাড়ীতে নিয়ে যাওয়া হবে। সেখানে পাবিারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।
এদিকে ঘাতক গাড়িটি আটক ও চালক মো রাসেল খানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
দিএডিটর৩৬৫/এমআরএম