ডেস্ক রিপোর্ট : হাজারো মানুষের একাত্মতা, প্রতিবাদী গান আর স্লোগানে উত্তাল হয়ে উঠে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে শনিবার (৩ জুলাই) দুপুর থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা।
জানা গেছে, হালকা বৃষ্টি উপেক্ষা করে দুপুর আড়াইড়ার পর থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। সময় যত যেতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা ততই বাড়তে থাকে জ্যামিতিক হারে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী, রায়েরবাগ, সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৯ দফা দাবিতে আন্দোলনরতরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কোনো ধরনের যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না এবং ঢাকায় ঢুকতেও পারছে না।
এদিকে সড়কে সকল ধরনের যানবাহন এমনকি রিকশা, মোটরসাইকেলও বন্ধ করে দেয়ার ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া হচ্ছে। শনিবার (৩ আগস্ট) দুপুর থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের সাইনবোর্ড এলাকায় প্রথম ব্যারিকেড দেয় আন্দোলনরতরা। এরপর কিছুদূর আসলে রায়েরবাগ অংশেও ব্যারিকেড দেখা যায়। সেখানে স্লোগান দেন তারা। যার জন্য ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না। ফলে অনেক গাড়ি আটকা পড়ে সাইনবোর্ড থেকেই ঘুরে যাচ্ছে। পণ্যবাহী গাড়ির পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী বাসও রয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম