এডিটর ডেস্ক : দুই রাত তিনদিন। বঙ্গোপসাগরে ভাসছিলো ফিশিং বোট এফভি সুরমা। মাছ ধরার ছোট্ট এই যানে ছিলো ১৫ জন জেলে। উত্তাল সাগরে হঠাৎই বিকল হয় মাছ ধরার এই যান।
গভীর সাগরে ছিলো না নেটওয়ার্ক। তাই কারো সাথে যোগাযোগও করতে পারছিলো না জেলেরা। অবশেষে ভাসতে ভাসতে এক সময় মোবাইল নেটওয়ার্কের ভেতরে চলে আসে সুরমা। ৯৯৯ এ ফোন দিলে ছুটে যায় কোস্ট গার্ড পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল। দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয় ১৫ জনকে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন। যে স্থান থেকে তারা উদ্ধার হন সে জায়গাটি ভাসানচর থেকে ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।
নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাঁট থেকে ওই ১৫ জন মাছ ধরতে বঙ্গোপসাগরের সাংগু গ্যাস ফিল্ড এলাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
পরে ২৩ গভীর রাতে সাংগু গ্যাস ফিল্ড হতে দক্ষিণ পশ্চিমে ইঞ্জিন বিকল হলে সাগরে ভাসতে থাকে সুরমা।
সম্প্রতি ভারতের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় গুলাবের কারণে সাগর ছিলো উত্তাল। বেঁচে থাকার আশাই ছেড়েছিলেন জেলেরা।
উদ্ধারকৃত ১৫ জেলেদের কোস্ট গার্ড স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে খাবার ও চিকিৎসা প্রদান করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লে. কমান্ডার আমিরুল হক।
দিএডিটর৩৬৫/এআরটি/এমআরএম