ডেস্ক রিপোর্ট : রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের রশি ছিঁড়ে ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে। তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকেলে সদরঘাটের ১১ নং পন্টুনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ নম্বর পন্টুনের সামনে এমভি তাশরিফ-৪ ও এমভি টিপু নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ প্রবেশের চেষ্টা চালায়। এ সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচ জন যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন। এদের মধ্যে বাবা-মা ও সন্তান ছিল। পরে তাদের হাসপাতালে পাঠানো হলে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান জানান, দুর্ঘটনার পর এমভি ফারহানের চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
দিএডিটর৩৬৫/এমআরএম