ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) বিকাল ৩টায় রাজধনীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
নতুন কর্মসূচি ঘোষণার আগে বুধবার (৩১ জুলাই) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় নতুন এই কর্মসূচি ঘোষণা দেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক নাফিজা জান্নাত।
জানা গেছে, ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে এদিন হাইকোর্টের মাজার রোডের সামনে প্রথমে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অবস্থান নেন। পরে আরও ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি মিছিল যোগ দিতে এলে তাদের বাধা দেয় পুলিশ। এগুতে না পেরে সেখানেই বসে পড়েন শিক্ষকরা। পাশাপাশি আইনজীবীদের একটি দলও ‘মার্চ ফর জাস্টিস’ লেখা ব্যানার নিয়ে সেখানে স্লোগান দেন।
বিক্ষোভকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ ও নাহিদ নামে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষার্থীদের বাধার মুখে তাদের ছেড়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কোটা আন্দোলন ঘিরে সারা দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি, গণহত্যা, মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।
দিএডিটর৩৬৫/এমআরএম