ডেস্ক রিপোর্ট : রাজধানীর আজিমপুরে দেয়াল চাপায় শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইন অধিকার ফাউন্ডেশন ও শিশু জিহাদের বাবা নাজির হোসেনের রিট পিটিশন দায়ের করেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন সৈয়দ মহিউদ্দিন কবির।
গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরের শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে ছেলে জিহাদকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা। এ সময় কলোনির সীমানা প্রাচীরের দেয়াল ধসে চাপা পড়ে শিশু জিহাদ। ওই সময় উপস্থিত এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
দিএডিটর৩৬৫/এমআরএম