ডেস্ক রিপোর্ট : শিশুসাহিত্যিক ও সংগঠক আলী ইমাম রাজধানীর একটি হাসপাতালে আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন(ইন্না লিল্লাহি.. .. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি শ্বাসযন্ত্র, নিউমোনিয়াসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
আলী ইমাম ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের ৬ মাস পরই তার পুরো পরিবার ঢাকায় চলে আসেন। শৈশব ও কৈশোরে বেড়ে ওঠেন ঠাটারীবাজার, উয়ারী, লিঙ্কন রোড, নয়াবাজার, নওয়াবপুর, কাপ্তানবাজার ও ফুলবাড়িয়া এলাকায় ।
আলী ইমাম কর্মজীবনে বাংলাদেশ টেলিভিশনের মহা-ব্যবস্থাপক ছিলেন। ২০০৬ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। কিশোর বয়স থেকেই মেধাবী আলী ইমাম শিশুসাহিত্য চর্চা শুরু করেন। আলী ইমাম শিশু-কিশোরদের জন্য গল্প, উপন্যাস, প্রবন্ধ, ফিচার, ভ্রমণকাহিনী ও বিজ্ঞান কল্পকাহিনী লিখেছেন। ২০১৮-এর একুশে বইমেলা পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ছয় শতাধিক। শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১) এবং শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১২) ছাড়াও অনেক পুরস্কার লাভ করেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম