মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১১ সেপ্টেম্বর-২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। এর মধ্যে গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, করোনার সংক্রমণ কমলে খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
দিএডিটর৩৬৫/এমআরএম