ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান সময়ের মতোই সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে না কি সবাই ফিরতে পারবে ক্লাস-পরীক্ষায় তা দুই-তিনদিনের মধ্যেই জানা যাবে।
শনিবার (১২ ফেব্রুয়ারি)‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এ হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সে জন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি সেটা আর বাড়াতে হবে না। আগামী দুই-তিন দিন পর জাতীয় কমিটির বৈঠক হবে। এরপর সিদ্ধান্ত হবে ছুটি বাড়বে কি না। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
দিএডিটর৩৬৫/এমআরএম