ডেস্ক রিপোর্ট : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত বিমানের সিটের নিচ থেকে ১০ কেজি ওজনের ৭৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুরো বিমান তল্লাশি করে দুটি সিটের নিচে এসব স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব স্বর্ণের আনুমানিক মূল্য সাত কোটি টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা।
বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার সুমন চাকমা বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল। তাই বিজি-১৪৮ ফ্লাইটের সব যাত্রী নামার পর পুরো বিমান তল্লাশি করা হয়। এরপর ১৭বি ও এর পাশের আসনের নিচ থেকে ১০ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক দাম সাত কোটি টাকা। তথ্য যাচাই বাছাইয়ের পর স্বর্ণ নিয়ে আসা ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, শনিবার সকাল ৮টা ৩৮ মিনিটে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট ১৪৮ এর আসনের নিচে ৭৬টি স্বর্ণেরবার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলেও জানান তিনি।
দিএডিটর৩৬৫/এমআরএম