ডেস্ক রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ১৮০ গ্রাম ওজনের ৪৪ পিস সোনার বার ও ৫ পিস চুড়িসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টীম।
আজ বুধবার ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ ) মো. সানোয়ারুল কবীর বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃত যাত্রীর নাম আতাউর রহমান। তিনি হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার জারুনিয়া গাজীপুর গ্রামের আলতাব আলীর পুত্র।
এরমধ্যে সোনার চুড়ির ওজন ৮০ গ্রাম। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা। এ সময় সেই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
সানোয়ারুল কবীর আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত ৯ টা ১০ মিনিটে সংযুক্ত আরব আমিরাত শারজাহ থেকে আসা (জি-৯) ৫১০ ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজের যাত্রী ছিলেন আতাউর রহমান। তিনি গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগগুলো স্ক্যানিং করা হয়। এসময় ব্যাগের ভেতর দু’টি বড় হ্যামারের মধ্যে স্বর্ণগুলো পাওয়া যায়।
প্রাথমিক জিঙ্গাসাবাদে আতাউর রহমান স্বর্ণ আনার কথা স্বীকার করেছে।
তার বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদি হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
দিএডিটর৩৬৫/এমআরএম