ডেস্ক রিপোর্ট : আগামীকাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা। এ ম্যাচ দিয়ে প্রথমবারের মত শারজাহতে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
শারজাহতে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তবে সেই অভিজ্ঞতা ধুলো-বালিতে ঢেকে আছে। সর্বশেষ ১৯৯৫ সালের ৮ এপ্রিল শারজাহতে খেলেছিলো বাংলাদেশ।
শারজাহতে সর্বমোট পাঁচটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। পাঁচটিই হেরেছে। ১৯৯০ সালে শারজাহতে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে টাইগাররা। অস্ট্রাল-এশিয়া কাপের নামে ঐ টুর্নামেন্টের চতুর্র্থ ও ষষ্ঠ ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ১৬১ রানে ও অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ।
এরপর ১৯৯৫ সালে শারজাহতে পেপসি এশিয়া কাপে আরও তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। ভারতের কাছে ৯ উইকেটে, শ্রীলংকার কাছে ১০৭ রানে এবং পাকিস্তানের কাছে ৬ উইকেটে ম্যাচ হারে টাইগাররা।
১৯৯৫ সালের পর শারজাহতে কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ। ২৬ বছর পর আবারো এ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে টাইগাররা। এই ভেন্যুতে এ পর্যন্ত টেস্টও খেলেনি বাংলাদেশ।
দিএডিটর৩৬৫/এমআরএম