ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার তার বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ৭টা ২০ মিনিটে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আন্দোলনকারীদের পক্ষ থেকে শাবি শিক্ষার্থী মোহাইমিনুল বাশার গণমাধ্যমকে বলেন, ‘আমরা উপাচার্যের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। উনার পদত্যাগ দাবিতে আমাদের মধ্য থেকে যারা অনশন করছে, তারা দীর্ঘক্ষণ না খেয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছে। অথচ উনার কোনো ভ্রুক্ষেপ নেই।’
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় উপাচার্যের বাসভবন, গেস্টহাউজ, শিক্ষক ডরমেটরি অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছে। উপাচার্যের বাসভবন সংশ্লিষ্ট ছাড়া ডরমেটরিতে থাকা শিক্ষকদেরও সমস্যা হচ্ছে। এছাড়াও গেস্টহাউজে থাকা করোনা ল্যাবে কাজ করা ভলান্টিয়ারদেরও সমস্যা হচ্ছে।
এদিকে রবিবার সন্ধ্যায় অনশনের ১০০ ঘণ্টা পার হয়। তবু কোনো সমাধান না হওয়ায় তারা সন্ধ্যায় মশাল মিছিল বের করেন। বুধবার ২৩ জন অনশনে বসেন। তাদের সঙ্গে নতুন করে আরও পাঁচজন যোগ দিয়েছেন।
তিন দফা দাবি আদায়ে গত ১৬ জানুয়ারি বিকেলে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ উপাচার্যকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় দুই শ থেকে তিন শ অজ্ঞাত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনের সামনে ২৪ জন শিক্ষার্থী অনশনে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ ১৭ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ৬ জন শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম