ডেস্ক রিপোর্ট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে কাফনের কাপড় পড়ে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা
শনিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তারা মৌন মিছিল করেন। এর আগে, বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে জমায়েত হন শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন টানা দশম দিনে অব্যাহত আছে। হল প্রভোস্টের বিরুদ্ধে আন্দোলন শুরু হলেও পরে তা রুপ নেয় ভিসির পদত্যাগের দাবিতে অমরণ অনশনে। তিন দিনের অনশনে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
এর মধ্যে গুরুতর অসুস্থ ১৬ জনকে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ক্যাম্পাসে চিকিৎসা দেয়া হচ্ছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবার থেকে আমরন অনশন শুরু করে ২৪ শিক্ষার্থী। তবে অনশনরত এক শিক্ষার্থীর বাবা অসুস্থ হওয়ায় বাড়ি ফিরে গেছেন তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত হয় ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী।
১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রলীগ ছাত্রীদের আন্দোলনে হামলা চালায়। পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন।
তখন শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।
ওই হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থী এবং বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক সংগঠন।
দিএডিটর৩৬৫/এমআরএম