রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন।
হাসপাতালটির করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে শনিবার (২৮ আগস্ট) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মরা যাওয়াদের মধ্যে করোনায় একজন এবং করোনা উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। করোনা সংক্রমণে যিনি মারা গেছেন তিনি নওগাঁ জেলার বাসিন্দা।
করোনা উপসর্গে নিয়ে মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর দুই জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের দুই জন এবং পাবনার একজন মারা গেছেন। মারা যাওয়া লোকজনের পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন করে মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে। এছাড়া ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন নারী। তাদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের বেশি। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন মারা গেছেন।
দ্যএডিটর৩৬৫/ জেডআই