রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
করোনা মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ১০ জন, পাবনার চারজন, নওগাঁর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোরের একজন।
পাঁচজন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। বাকি ১৪ জনের করোনা উপসর্গ ছিল। এছাড়া দুইজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন বলে জানা যায়।
একদিনে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। সবমিলিয়ে ৫১৩ শয্যার বিপরীতে মোট ভর্তি আছেন ৩৮০ জন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী জেলায় ৩৪৬ টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ ও চাঁপাইনবাবগঞ্জের ৮৬ টি নমুনায় ১০ জনের পজিটিভ এসেছে। সেই হিসেবে বর্তমানে রাজশাহী জেলায় শনাক্তের হার ২৩ দশমিক ১০ শতাংশ। এবং চাপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১১ দশমিক ৬৩ শতাংশ।
দ্যএডিটর৩৬৫/ জেডআই