রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার সর্বশেষ তথ্যমতে এ মৃত্যুর খবর পাওয়া যায়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গে ৬ জন মারা গেছেন।
রামেক হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে রাজশাহীর ৩, নাটোরের ১, নওগাঁর ২ ও কুষ্টিয়ার ১ জন।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে করোনা উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন। এ নিয়ে বর্তমানে রামেক হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২০৯ জন।
অন্যদিকে জেলায় মোট ৩২৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে পজেটিভ এসেছে ৫৮ টি। শতকরা হিসাবে যা ১৭ দশমিক ৭৪ শতাংশ।
দ্যএডিটর৩৬৫/ জেডআই