ডেস্ক রিপোর্ট : রাজধানীর বায়তুল মোকাররম, শাহবাগ,সায়েন্সল্যাব ও আফতাবনগরে গণমিছিল করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আলাদা মিছিল বের হয়।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসব স্থানে পুলিশ সদস্যদের উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নামাজের পর বায়তুল মোকাররম থেকে গণমিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হাইকোর্ট এলাকা, শিশু পার্ক হয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চেষ্টা করে। তবে সেদিকে না গিয়ে শাহবাগ মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় থেকে তারা আবার বায়তুল মোকারমের দিকে ফিরে যান।
এদিকে, রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকেও নামাজের পর গণমিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণমিছিলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সেখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে।
সকালে আফতাবনগরে বৃষ্টি উপেক্ষা করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে আসেন।
দিএডিটর৩৬৫/এমআরএম