ডেস্ক রিপোর্ট : চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে মুখে তিন পদ থেকে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন। তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ বিভাগের চেয়ারম্যানের পদ, সিন্ডিকেটেরে সদস্য ও প্রক্টর কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফারহানা ইয়াসমিন বাতেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।
এদিকে বুধবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান শিক্ষার্থীরা। চুল কেটে দেয়া ১৬ শিক্ষার্থী সকাল থেকে আমরণ অনশন শুরু করে। তাদের মধ্যে ৩ জন অসুস্থ হয়ে পড়লে একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনা তদন্তে সিনেট সদস্য লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওই ৩টি পদ থেকে পদত্যাগ করেন শিক্ষক ফারহানা ইয়াসমিন। তবে এখনো শিক্ষক পদে বহাল রয়েছেন তিনি।
উল্লখ্য, গত রোববার পরীক্ষার হলে ঢোকার সময় সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন ১৬ শিক্ষার্থীর চুল কেটে দেন। চুল কেটে দেওয়ার অপমান সহ্য করতে না পেরে গত সোমবার রাতে নাজমুল হাসান নামের এক ছাত্র অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে মুমূর্ষু অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই শিক্ষকের অপসারণের দাবিতে মঙ্গলবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
দিএডিটর৩৬৫/এমআরএম