ডেস্ক রিপোর্ট : চলমান পরিস্থিতিতে রবি থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলবে।
শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আপাতত রবি থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলবে। আদালতের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিন দিনের (রবিবার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে সরকারি অফিস খুলেছে। বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল অফিস।
দিএডিটর৩৬৫/এমআরএম