গতরাতে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে দু’টি আত্মঘাতী হামলায় প্রায় একশত মানুষের মৃত্যু ঘটেছে।
রয়টার্স জানিয়েছে, রাজধানীর হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০। আহত হয়েছেন ১৪০ জনের বেশি। হতাহত ব্যক্তিদের মধ্যে মার্কিন সেনা ও বেসামরিক আফগান নারী-শিশুও রয়েছে।
এতে হতাশ আফগান ক্রিকেট দলের দুই তারকা খেলোয়াড় রশিদ খান ও মোহাম্মদ নবি। দেশের অসহায় মানুষদের উপর এমন হত্যাযজ্ঞ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আকুল আবেদন জানিয়ে টুইট করেছেন বর্তমানে হান্ড্রেড ক্রিকেট খেলতে ইংল্যান্ডে অবস্থানরত রশিদ-নবি।
টুইটারে রশিদ লিখেন, ‘আবারো কাবুলে রক্ত ঝরছে। দয়া করে আফগানদের হত্যা বন্ধ করুন।’
নবি লিখেছেন, ‘কাবুল বিমানবন্দরের আশেপাশে আজকের এই হামলায় প্রাণ হারানো আমার দেশবাসীর প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এই কঠিন সময়ে আফগানিস্তানকে সহায়তায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান করছি।’
গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবানরা। তালেবানরা ক্ষমতা দখলের দিনও টুইট করেছিলেন রশিদ। তিনি লিখেছিলেন, ‘আমাদের দেশ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুণ।’
দিএডিটর৩৬৫/এমআরএম