ডেস্ক রিপোর্ট : মেয়ে আভার সঙ্গে নেটমাধ্যমে ছবি দিয়ে চমকে দিলেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র অভিনেত্রী ইভলিন শর্মা। তবে এ ক্ষেত্রে ছবি দেওয়ার মধ্যে আলাদা কোনও চমক নেই। মেয়েকে স্তন্যপান করানোর ছবি দিয়ে অনুরাগীদের বোঝাতে চাইলেন,মা হিসেবে মেয়ে আভাকে স্তন্যপান করিয়ে তিনি নিজেকে পূর্ণ মনে করছেন। খবর আনন্দবাজার।
মুম্বাই সংবাদমাধ্যমকে ইভলিন বলেছেন,‘আমি মা হিসেবে এ বার পরিপূর্ণ ভাবে নিজেকে মেলে ধরতে পারছি। নিজের সন্তানকে খাওয়ানো, তার হাসিমুখ দেখার মধ্যে যে আনন্দ, তা জেগে কাটানো সব রাতের ক্লান্তি ভুলিয়ে দেয়।’
মা হওয়ার ইচ্ছে যে তার বহু দিনের। নেটমাধ্যমে প্রায়শই অনুরাগীদের সঙ্গে মা হওয়া বিষয়ক ভিডিও, ছবি দিয়ে নিজের ভাবনা প্রকাশ করতেন অভিনেত্রী।
ইভলিন শর্মা ফুটফুটে এক কন্যা সন্তানের মা হয়েছেন ২০২১-এর ১২ নভেম্বর। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে ইভলিন লিখেছেন, ‘আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল’। সেই পোস্টেই সদ্যোজাত কন্যা সন্তানের নামও অনুরাগীদের জানিয়েছেন তিনি।
দিএডিটর৩৬৫/এমআরএম