রাজধানীর মিরপুর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার রাত এগারোটার দিকে গ্যাসের এ বিস্ফোরণ হয় বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা কামরুল হাসান নিশ্চিত করেছেন।
ভবন মালিকের ছেলে রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মিরপুর–১১ নম্বরের সি–ব্লকের ১১ নম্বর রোডের ছয়তলা বাড়ির গ্যাস লাইনে কয়েকদিন ধরে সমস্যা দেখা দেয়। বেশ কয়েকবার মিস্ত্রি দিয়ে মেরামত করা হলেও গ্যাস লাইন পুরোপুরি ঠিক হয়নি।
ঠিকভাবে গ্যাসলাইন মেরামত না হওয়ার কারণে বুধবার রাত এগারোটার দিকে মিস্ত্রি সুমন গ্যাস সংযোগ মেরামত করতে আসেন। মেরামত শেষে লাইন পরীক্ষা করতে নিচ তলার চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর খুব দ্রুত চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগা ভবনের মালিক ফুল মিয়ার দুই স্ত্রী রওশন আরা বেগম (৭০) ও রিনা বেগম (৫০), রিনা বেগমের ছেলে শফিকুল ইসলাম দগ্ধ হন। এছাড়া গ্যাস মিস্ত্রি সুমনসহ দগ্ধ হন নিচ তলার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫), পাশের বাসার নাজনীন (২৫) ও তার মেয়ে নওশীন (৫) ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণল বিভাগের কর্তব্যরত কর্মকর্তা কামরুল হাসান বলেন, রাত সাড়ে এগারোটার দিকে ফায়ার সার্ভিসের মিরপুর বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া কর্তব্যরত চিকিৎসকের বরাত এই তথ্য নিশ্চিত করেছেন।
দ্যএডিটর৩৬৫/ জেডআই