রাজধানীর মিরপুরের-১১ নম্বরের একটি বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ রওশনারা বেগম (৭০) নামে আরও একজন মারা গেছে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেল ৩টা ৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রওশনারার শরীরের ৮৫ শতাংশ পোড়া ছিল।
এ নিয়ে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ জনে। এছাড়া এই ঘটনায় শিশুসহ আরও ৩ জন এসডিইউতে ভর্তি রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দিএডিটর৩৬৫/এমআরএম