ডেস্ক রিপোর্ট : হোয়ইট হাউস সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের ৯৫ শতাংশ কর্মী কোভিড ভ্যাকসিন গ্রহণের নির্দেশনা প্রতিপালন করেছেন। এ নির্দেশ মানার ব্যাপারে যে সময়সীমা বেধে দেয়া হয়েছিল তার আগেই তারা তা সম্পন্ন করেন।
মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, টিকা গ্রহণের নির্দেশনা পালন করা ৯৫ শতাংশের ৯০ শতাংশ করোনাভাইরাসের অন্ততপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন। তিনি বলেন, অপর পাঁচ শতাংশ ছাড় পেয়েছেন।
প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া টিকা গ্রহণের নির্দেশ প্রতিপালনের সময়সীমা সোমবার মধ্যরাত পর্যন্ত (গ্রিনিচমান সময় মঙ্গলবার ০৫০০)।
দিএডিটর৩৬৫/এমআরএম