ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০জন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার লইসকা বিলে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
এক নারী যাত্রী জানান, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে ট্রলারটি। ওই ট্রলারে তার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ছিল। সে সাঁতরে কূলে উঠতে পারলেও অন্যদের এখনও সন্ধান পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন আশঙ্কা প্রকাশ করে জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
দিএডিটর৩৬৫/এমআরএম