ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ বলেছেন, করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর ‘বুস্টার ডোজ’ প্রয়োজন কি-না সে বিষয়ে গবেষণা চলছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা.মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।
এবারে দিবসটির প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের আহবান, গবেষণায় উত্তরণ’।
উপাচার্য আরো বলেন, ইতিমধ্যে কোভিড-১৯ এর জেনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে মোট সংক্রমণের প্রায় ৯৮ শতাংশ ইন্ডিয়ান বা ডেল্টা ভ্যারিয়েন্ট। কোভিড-১৯ এর টিকা গ্রহীতাদের উপর গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে টিকা গ্রহীতাদের ৯৮ শতাংশের শরীরে এন্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।
পরবর্তী সময়ে এবিষয়ে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে,যারা ভারতের অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়েছেন ৬ মাস পরে তাদের শরীরে এন্টিবডি উপস্থিতির হার পূর্বের তুলনায় মাত্র ৫ শতাংশ কমেছে বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্য বলেন,বিশ^বিদ্যালয়ে বিভিন্ন রোগ ও চিকিৎসা বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গবেষণা করার জন্য ২০২০-২১ সালে ৭ শতাধিক শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীদের গবেষণা কর্ম অনুমোদন দেওয়া সহ অনেককে গবেষণা মঞ্জুরী, থিসিস গ্রান্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দিবসটির উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ মেডিক্যাল এসাসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন। শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সিন্ডিকেটের সদস্যবৃন্দ, ডিনবৃ›ন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ১৫ জন শিক্ষক, চিকিৎসককে গবেষণার জন্য রিসার্চ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়াও চারজন শিক্ষক চিকিৎসককে ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বাংলাদেশকে এগিয়ে নিতে গবেষণার সংস্কৃতি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
তিনি বলেন,চিকিৎসা বিজ্ঞানে প্রতিনিয়ত নতুন করে শিখতে হয়। সুতরাং চিকিৎসকদের গবেষণার চর্চায় মনোযোগী হওয়ার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে আরো বেশি করে গবেষণা করতে হবে।
ইউজিসি চেয়ারমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের গবেষণা মানুষের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই গবেষণা কার্যক্রম সম্পন্ন করতে হবে। গবেষণা কার্যক্রম আরো তরান্বিত করতে বেসরকারি খাতের এগিয়ে আসা উচিত।
তিনি আরো বলেন,শুধু গবেষণার বরাদ্দ গ্রহণ করলেই হবে না, কি ধরনের গবেষণা করা হলো তাও মানুষকে জানাতে হবে।
দিএডিটর৩৬৫/এমআরএম