ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) সারা দেশে সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দল বাংলাদেশ লেবার পার্টি।
বুধবার (১৫ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ডাক দেয় দলটি।
কর্মসূচি ঘোষণা করে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হওয়া অসম্ভব। ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন জনগণের বিরেুদ্ধে অবস্থান নিয়েছে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এদিকে সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধের আজ প্রথম দিন অতিবাহিত হয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম