ডেস্ক রিপোর্ট : ভারতীয় বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও গায়ক বাপ্পি লাহিড়ী আর নেই।
তার বয়স হয়েছিল ৬৯ বছর। নিউজ এজেন্সি পিটিআই জানায়, মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই শিলাপী। মঙ্গলবার রাতে জহুর ক্রিটিকেয়ার হাসপাতালে লাহিড়ীর মৃত্যু হয়।
পিটিআইকে হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি জানান, “লাহিড়ী একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাকে ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তার পরিবার একজন ডাক্তারকে তাদের বাড়িতে ডাকেন, পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। মধ্যরাতের কিছু আগে ওএসএর (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) কারণে তিনি মারা যান।
১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ি। ৮০ ও ৯০ দশকে ভারতে ডিস্কো মিউজিক জনপ্রিয় করে তুলেন তিনি। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে ‘বাগি- ৩’তে তার শেষ গান ছিল।
গত ৬ ফেব্রুয়ারি কিংবদন্তীর শিল্পী লতা মঙ্গেশকর এবং গতকাল ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরে গত রাতেই প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ী।
দিএডিটর৩৬৫/এমআরএম