বাংলাদেশ দলে নেই তামিম, মুশফিক ও লিটন। এই তিন আস্থাধারী ব্যাটসম্যান খেলছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে। মাহমুদুউল্লাহকে এই তিন শক্তিশালী তারকাকে ছাড়াই লড়াইটা চালিয়ে যেতে হবে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড নিয়ে একটু সংশয়ই ছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে। সৌম্য, সাকিব ও মোস্তাফিজের ইনজুরির কারণে দলের হয়ে কে খেলছেন আর কে খেলছেন না এ নিয়ে আশঙ্কা প্রকাশ করছিল ক্রিকেটপ্রেমীরা।
অবশেষে রবিবার মধ্যরাতে ক্রিকেট ভক্তদের আশঙ্কাকে নি:শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি গত মধ্যরাত প্রায় ১২ দিকে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে। রাখা হয়েছে ১৭ জন খেলোয়াড়কে। স্কোয়োডর খেলোয়াড়দের তালিকা দেখে বোঝা যায়, জিম্বাবুয়ের খেলায় অংশগ্রহণকারীরাই মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে যাচ্ছে।
বাবার মৃত্যুতে আমিনুল ইসলাম বিপ্লব দল থেকে বাদ পড়লে মোসাদ্দেক ও মিঠুন দলে যুক্ত হয়। এছাড়া বাবার মৃত্যুর কারণে তামিম, লিটন, মুশফিকও না খেলার কথা জানান। সুতারং তাদের ছাড়াই দল মাঠে নামছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (আগামীকাল) সন্ধ্যা ৬ টায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুল শেরেবাংলা স্টেডিয়ামে। এর পরের ম্যাচগুলো হবে ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট।
বাংলাদেশ দলে থাকছেন
মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম। অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
অস্ট্রেলিয়া দলের হয়ে খেলছেন
অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন ম্যাথু ওয়েড।
দ্যএডিটর৩৬৫/ জেডআই