ডেস্ক রিপোর্ট : জেলার আমতলী উপজেলায় আজ বেইলি ব্রীজ ভেঙ্গে মাইক্রোবাস ও অটোরিকশা সুবন্ধী নদীতে পড়ে নারী ও শিশু-সহ ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১০ জন।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নের সংযোগ সেতুটির পার হবার সময়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও অটোরিকশা নিয়ে বেইলি ব্রীজটি সুবন্ধি নদীতে ভেঙ্গে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী তোফাজ্জল হোসেন তপু জানান, হতাহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়জনকে মৃত ঘোষনা করেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন শিশু ও সাতজন নারী।
আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারিক হাসান ঘটনাস্থলে থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।
আমতলী ও পটুয়াখালীা ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম