ডেস্ক রিপোর্ট : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আজ এক অগ্নিকান্ডে ৫ শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এই অগ্নিকান্ডে কারখানাটি ভষ্মিভূত হয়ে যায়। বগুড়া ও নওগাঁ জেলার ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আব্দুল মালেক ও জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, সম্ভবত প্লাষ্টিক কারখানার মধ্যে রক্ষিত গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আর কারখাানার সত্বাধিকারি সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভূট্টো জানান- কারখানার মেশিন চলাকালে কিভাবে আগুন লেগেছে ঠিক তিনি বলতে পারেন না।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, কারখানায় ৪৫জন শ্রমিক কাজ করছিল। ৪০ জন শ্রমিক কারখানা থেকে বের হতে পারলেও বাকি ৫ জন নারী-পুরুষ শ্রমিক বের হতে পারেনি। তারা অগ্নিকান্ডে পুড়ে অঙ্গার হয়ে গেছে। তাদের শনাক্ত করা যাচ্ছে না। তাদের পরিবারের কেউ এসে শনাক্ত করলে নাম পরিচয় জানা যাবে।
ফায়ার সার্ভিসের সদস্যরা পুড়ে যাওয়া লাশ গুলোকে উদ্ধার করে। তাদের চেহার দেখে কেউ চিহ্নিত করতে পারেনি। তাদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারছেনা।
কারখানার মালিক তোফাজ্জল হোসেন জানান, এই কারখানায় ওয়ান টাইম প্লেট, গ্লাসসহ অন্যান্য সামগ্রী তৈরী হতে।
জেলা প্রশাসক মো জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কামর চক্রবর্তী ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
দিএডিটর৩৬৫/এমআরএম