বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল আলম দাবি করেছেন, বিচ্ছিন্নভাবে দুই-একজন আক্রান্ত হলেও এখনও আশঙ্কা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
করোনার উপসর্গ থাকলে স্কুলে শিক্ষার্থীদের না পাঠানোর অনুরোধ জানিয়ে রফিকুল আলম বলেন, দশম শ্রেণির ওই দুই শিক্ষার্থী কয়েক দিন ধরে অনুপস্থিত রয়েছে। পরে শ্রেণি শিক্ষক তাদের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন, ওই দুই শিক্ষার্থী করোনা পজিটিভ। করোনা পজিটিভ শিক্ষার্থীদের কাছ থেকে সংক্রমণ যাতে অন্য শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে না ছড়ায়, এ জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপরদিকে রাজশাহীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো এবং সে নিজ বাড়িতে রয়েছে। স্কুল কর্তৃপক্ষ তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে। তবে স্কুলের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র রাজশাহী কলেজিয়েট স্কুলের ‘খ’ শাখার শিক্ষার্থী। তার শরীরে করোনার উপসর্গ ছিল। এজন্য তার নমুনা সংগ্রহ করে পরিবার থেকে পরীক্ষা করা হয়। এতে তার শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়। এ খবর জানার পর স্কুল থেকে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। আক্রান্ত ছাত্রের বাবা রাজশাহী কলেজের শিক্ষক।
রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম বলেন, গত ১৩ সেপ্টেম্বর একদিনই ওই ছাত্র স্কুলে এসেছিল। এরপর ১৮ সেপ্টেম্বর তার শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়। বাড়ির দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় বাড়ি থেকেই সে সংক্রমিত হয়েছে। তবে বর্তমানে সে ভালো আছে এবং বাড়িতেই আছে। স্কুলের পাঠদান কার্যক্রমও অব্যাহত রয়েছে।
দিএডিটর৩৬৫/এমআরএম