ডেস্ক রিপোর্ট : কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সাড়ে তিন মাস পর জামিনে কারামুক্ত হলেন তারা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেতা-কর্মীদের হতাশার কিছু নেই। বিএনপির আন্দোলনের কোনো ক্ষতি হয়নি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। ৭ জানুয়ারির একপক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির কোনো ক্ষতি হয়নি।
মুক্ত হওয়ার পর আমীর খসরু বলেন, বিএনপিসহ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মনোবল শক্ত আছে, অটুট আছে।

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন বিএনপির আন্দোলন চলবে।
এছাড়া বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি কামিশপুর কারাগার থেকে বের হন বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দিএডিটর৩৬৫/এমআরএম