ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় এ শুনানি অনুষ্ঠিত হবে।
রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌস এদিন ধার্য করেন।
আজ মির্জা ফখরুল হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। আসামিদের মধ্যে তানভীর, আদিল বাবু, শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। এজন্য বিচারক অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৭ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।
বিস্ফোরক ও হত্যা চেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় এ মামলা করা হয়। এরপর ৫১ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
দিএডিটর৩৬৫/এমআরএম