সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন চলে এলন পিএসজিতে। প্রত্যাশিতভাবেই পিএসজি দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন লিওনেল মেসি। এই নতুন ক্লাবের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন আর্জেন্টাইন তারকা ফুটবলার।
দু’বছর চুক্তির মেয়াদে মেসি পিএসজিতে যোগ দিলেও মেসি ও ক্লাবের কর্তৃপক্ষ চাইলে এই মেয়াদ আরও বাড়তে পারে। ক্লাবের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
ফ্রান্সের প্যারিসের স্থানীয় সময় মোতাবেক মঙ্গলবার দুপুরেই ক্লাবের অঙ্গনে পা রাখে। ছবি তোলার হিড়িক পড়ে যায়। ক্লাবের টুইটার হ্যান্ডলে সেই ছবি শেয়ারও কার হয়েছে। বছরে ৩৫ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি। অপরদিকে ১০ নম্বর জার্সিধারী নেইমারও ৩৫ মিলিয়ন পারিশ্রমিক পান পিএসজি থেকে।
নতুন ইনিংস শুরু করার আগে মেসি বলেন, প্যারিসে নতুন ভাবে সব কিছু শুরু করতে চাই। পেশাদার ফুটবলার হিসেবে আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। আশা করি, নতুন দলকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারব। এ বারের দলটাও বেশ ভাল হয়েছে। সতীর্থদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।
তাঁর জন্যে বিশেষ আয়োজনের শেষ নেই প্যারিসে। তিনি একটা আয়োজনও পেলেন খোদ ফরাসি লিগের কাছ থেকে। তাঁর চাওয়া পূরণ করতে এবার বদলে গেছে ফ্রেঞ্চ লিগওয়ানের এক নিয়মও।
ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর বলছিল, নেইমার নাকি সেখানে তার দশ নম্বর জার্সিটাও দিয়ে দিতে চেয়েছিলেন মেসিকে। কিন্তু সে প্রস্তাবে সায় মেলেনি আর্জেন্টাইন তারকার। আরেকটা গুঞ্জন ছিল ১৯ নম্বর জার্সি পরার। তবে তিনি পিএসজির কাছে চেয়েছেন ত্রিশ নম্বর জার্সিটা, যে নম্বরটা পরে তিনি প্রথমবারের মতো নেমেছিলেন বার্সেলোনার হয়ে।
সমস্যাটা হয়েছিল মেসির চাওয়া পূরণ করতে। কেননা, লিগের নিয়মে বলা আছে ১, ১৬ এবং ৩০ নম্বর জার্সি গোলরক্ষকের জন্য বরাদ্দ। কিন্তু মেসি এর মধ্যে ৩০ নম্বর জার্সিটাই চেয়ে বসেন। কিন্তু মেসিতো গোলরক্ষক নয়।
তাই মেসির চাওয়াকে পূরণ করে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিজেদের করে নিতে নিয়মটাই বদলে দিল ফরাসি লিগ কর্তৃপক্ষ। তারা বলেছে, মেসির ৩০ নম্বর জার্সিতে আর কোনো সমস্যা নেই। বিষয়টা প্রযোজ্য লিগের অন্য দলের ক্ষেত্রেও, ফরে এখন লিগ ওয়ানের গোলরক্ষকদের জার্সি থাকবে কেবল ১ এবং ১৬ নম্বর।
দ্যএডিটর৩৬৫/ জেডআই