আফগানিস্তানের কাবুল দখলে নিলেও এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে দেশটির পাঞ্জশির উপত্যকা। পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের কয়েকশ যোদ্ধাকে পাঠানো হয়েছে বলে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর আল-জাজিরা ও এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, সেখান থেকে লড়াই চালাচ্ছেন একটি সন্ত্রাসবাদী সংগঠন। সম্প্রতি সেখানে তালেবানবিরোধী প্রতিরোধ বাহিনী কয়েকটি জেলা পুনর্দখল করেছে বলে জানা গেছে।
এর আগে এএফপি এক প্রতিবেদনে জানানো হয়, তালেবানের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ইসলামি আমিরাতের কয়েকশ মুজাহিদিনি পাঞ্জশির যাচ্ছেন তা নিয়ন্ত্রণে আনতে। স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তালেবানের হাতে নিয়ন্ত্রণ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এই আরবি টুইটার একাউন্ট থেকে আরও লেখা হয়েছে, পাঞ্জশিরের স্থানীয় কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে অঞ্চলটি হস্তান্তর করতে রাজি না হওয়ায় সেখানে যোদ্ধাদের পাঠানো হচ্ছে।
তালেবানবিরোধী আন্দোলনে সাবেক সরকারের কিছু সেনা সদস্যসহ স্থানীয়দের সঙ্গে যুক্ত হয়ে উত্তর কাবুলের পাঞ্জশিরে বিক্ষোভ করে। তালেবানবিরোধী নেতা আহমেদ মাসুদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তালেবান যদি শক্তি প্রয়োগ করে আমরাও প্রস্তুত আছি লড়াই করার জন্য।
সপ্তাহখানেক আগে তালেবান কাবুল দখল করার পর দেশটির সাবেক সরকারি বাহিনীর সেনারা জড়ো হন কাবুলের উত্তরে অবস্থিত পাঞ্জশির উপত্যকায়। সেখান থেকেই তালেবানকে প্রতিরোধের সুর ওঠে। তবে ঐতিহ্যগতভাবেই ওই এলাকাটি তালেবান-বিরোধী হিসেবে পরিচিত।
দ্যএডিটর৩৬৫/ জেডআই