চিত্রনায়িকা পরী মনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, মিশু হাসান ও হেলেনা জাহাঙ্গীরের বাসায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে শনিবার রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে আমরা মোট ছয়জনের বাসায় তল্লাশি অভিযান চালিয়েছি।
শেখ ওমর ফারুক বলেন, ‘পরী মণি, নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, মিশু হাসান ও হেলেনা জাহাঙ্গীরের বাসায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছি। যাদের বাসায় তল্লাশি অভিযান চালানো হয়েছে, তাদের সবার মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। ফলে, মামলার তথ্য-উপাত্ত যাচাই ও তাদের বাসা থেকে আলামত সংগ্রহের জন্য আমাদের এ অভিযান। অভিযান চালিয়ে বাসা থেকে অনেক কিছু জব্দ করা হয়েছে। যা আমরা আগামীকাল রোববার বিস্তারিত জানাব।’
অপরদিকে আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যপদ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হেলেনার বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে তথ্য উপাত্ত সংগ্রহে এ অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।
শনিবার বিকাল পৌনে চারটার দিকে এ অভিযান শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৭টার দিকে। এসময় তার বাসা থেকে বেশ কিছু কাগজপত্র, পাসপোর্ট, ব্যাংকের তথ্যসহ ২টি ল্যাপটপ জব্দ করে। বাড়িতে থাকা ৩ গৃহকর্মীকে হেলেনার মেয়ে ও মাকে জিজ্ঞাসাবাদ করে।
অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।
দিএডিটর৩৬৫/এমআরএম