চিত্রনায়িকা পরীমনির জন্য ন্যায়বিচার চেয়েছেন দেশের চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের নির্মাতা ও অভিনয়শিল্পীদের একটি অংশ। তারা বারবার পরীমনিকে রিমান্ডে নেয়ার আবেদন করার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তার জামিন দাবি করেছেন।
পরীমনিকে ৪ আগস্ট গ্রেপ্তার করে র্যাব। এরপর তিন দফায় রিমান্ড শেষে শনিবার তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শনিবার বিকেলে এক মানববন্ধনে নির্মাতা ও অভিনয়শিল্পীরা এ দাবি জানান। ‘শিল্পীর পাশে’ নাম দিয়ে একটি মঞ্চ ‘পরীমনির জন্য ন্যায়বিচার চাই’ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাট্যশিল্পী আবুল কালাম আজাদ,চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, নোমান রবিন, গাজী মাহবুব, শহিদ উন নবী, অপরাজিতা সঙ্গীতা, উম্মে হাবিবা প্রমুখ।
বক্তারা বলেন, পরীমনি একজন অভিনয়শিল্পী এবং বাংলাদেশের নাগরিক। আমরা পরীমনির জামিন চাই। আইন সবার জন্য সমান হোক।
দিএডিটর৩৬৫/এমআরএম