বনানী থানার মাদক মামলায় অভিযুক্ত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে আদালতে আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে সিআইডি।
পরীমণির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত আগামীকাল বৃহস্পতিবার রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন।
এর আগে, গত ১৬ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বিষয়ে আজ বুধবারকে শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
গত ১৩ আগস্ট মাদক মামলায় পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিনই সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখন তিনি সেখানেই আছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নায়িকা পরীমণিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীমণি এখনোও ডিভিশনপ্রাপ্ত না হওয়ায় কোয়ারেন্টাইনের সময় পার হলে তাকে অন্য বিচারাধীন সাধারণ বন্দির সঙ্গেই রাখা হবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব । তাঁর বাসা থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
দ্যএডিটর৩৬৫/জেডআই