মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানে যাত্রাপথে একটি ফেরি ধাক্কা দিয়েছে। এই ধাক্কায় এবার ফেরির মাস্তুল ভেঙে গেছে।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে এ ধাক্কার ঘটনা ঘটে। জানা যায়, সেতুটির ৩ ও ৪ নম্বর পিলারের মাঝখানে স্প্যানের সঙ্গে ধাক্কা লাগে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরির। বিআইডব্লিউটিসি এ তথ্য নিশ্চিত করেছে।
দ্যএডিটর৩৬৫/ জেডআই