ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচের পিচ কিউরেটর মোহন সিংয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। ইতোমধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় এই কিউরেটরের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
গতকাল সকালে আবুধাবির হোটেল রুমে মোহন সিংকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিছু কিছু সূত্র বলছে, আত্মহত্যা করেছেন তিনি।
আমিরশাহি ক্রিকেটের এক কর্মী বলেছেন, সম্পূর্ণ ঘটনা দ্রুতই প্রকাশ করা হবে। গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তিনি। মোহন অসুস্থ ছিলেন কি-না বা কোনও রোগে ভুগছিলেন কি-না তা জানা যায়নি।
ইতোমধ্যেই মোহন সিংয়ের পরিবারকে তার মৃত্যুর ব্যাপারে জানানো হয়েছে। আবুধাবির উদ্দেশে রওনা দিয়েছেন তার পরিবার।
১৯৯৪ সাল থেকে ভারতের মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে মাঠকর্মীর দায়িত্বে ছিলেন মহান সিং। আর ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে আসেন তিনি এবং সেখানকার কিউরেটর হন মহান সিং।
দিএডিটর৩৬৫/এমআরএম